Monday, January 19, 2026

বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের ওসমান হাদি


ছবিঃ শরিফ ওসমান হাদি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে বক্স কালভার্ট এলাকার সামনে এই ঘটনা ঘটে।

সাক্ষীদের বরাতে জানা গেছে, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। পৌঁছানোর পর তারা খুব কাছ থেকে হাদির দিকে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, “মোটরসাইকেল আরোহী দুজন হঠাৎ করেই এসে গুলি চালায়। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বলছে, রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন