- ১৯ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক উউ শহরের একটি প্রধান হাসপাতালে সামরিক বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। আক্রমণের শিকারদের মধ্যে অনেকেই ছিলেন রোগী, জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী, ত্রাণকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
আক্রান্ত হাসপাতালটি ম্রাউক উউ জেনারেল হাসপাতাল, যা ৩০০ শয্যার এবং আক্রমণের সময় রোগীদের ভিড় ছিল। আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানান, “ম্রাউক উউ জেনারেল হাসপাতাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সরাসরি হামলার কারণে এতজন হতাহত হয়েছেন।”
ত্রাণকর্মী ওয়াই হুন আং জানান, হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় এই এলাকায় স্বাস্থ্যসেবা প্রায় বন্ধ রয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছি এবং আহত ৬৮ জন, কিন্তু আরও বাড়তে পারে।”
একজন স্থানীয় ২৩ বছর বয়সী ব্যক্তি বলেন, “হামলার সময় আমি ঘটনাস্থলে পৌঁছাই। হাসপাতাল জ্বলছে, চারপাশে মৃতদেহ এবং আহতদের ভিড় লক্ষ্য করেছি।” নিরাপত্তার কারণে তিনি নাম প্রকাশ করতে চাননি।
মায়ানমারের সামরিক সরকার গত ২০২১ সালের নির্বাচিত সরকারের অভ্যুত্থানের পর থেকে দেশে সংঘর্ষ ও বিক্ষোভ দমন করে আসছে। এর পর থেকে দেশজুড়ে বিদ্রোহী গোষ্ঠী এবং জাতিগত সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘাত বেড়েছে।
আইসিইএস – ইউসফ ইশাক ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আরাকান আর্মি রাখাইনের ১৭টি উপজেলার মধ্যে ১৪টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা বৃহত্তর বেলজিয়ামের আকারের।
আক্রমণের প্রেক্ষিতে ত্রাণকর্মীরা আহত ও মৃতদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। এই হামলা সামরিক সরকারের বিমান বাহিনীর দ্বারা পরিচালিত এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে এ ধরনের আক্রমণ দিন দিন বেড়ে চলেছে।