Monday, January 12, 2026

নির্বাচনী প্রার্থীদের জন্য ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ


ফাইল ছবিঃ এনবিআর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্বাচনসংক্রান্ত বাধ্যতামূলক শর্ত পূরণে সহায়তার লক্ষ্যে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের জন্য অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে একটি বিশেষ হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। এই হেল্পডেস্ক থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং কারিগরি সহায়তাসহ সব ধরনের সেবা দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। পাশাপাশি নিয়মিত কার্যদিবসে ২৮ ও ২৯ ডিসেম্বরও এই সেবা পাওয়া যাবে।

এনবিআরের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রমনা এলাকার লেভেল-৭ এ সরাসরি এই হেল্পডেস্কের সেবা গ্রহণ করা যাবে।

নির্বাচনের আগে আয়কর সংক্রান্ত আনুষ্ঠানিকতা যেন দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। সংশ্লিষ্টদের আশা, এতে প্রার্থীরা সময়মতো আয়কর রিটার্ন দাখিল করে নির্বিঘ্নে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন