Tuesday, January 13, 2026

নির্বাচনী কাজে সুবিধা দিতে শনিবারও খোলা তফসিলি ব্যাংক


ছবিঃ ব্যাংকের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্রের জামানত জমা এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ পরিশোধে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, সে লক্ষ্যেই শনিবার ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঘনিয়ে আসায় প্রার্থীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে এই ব্যবস্থা জরুরি হয়ে পড়ে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এতে মনোনয়নসংক্রান্ত অর্থ জমা দিতে প্রার্থীরা জটিলতায় পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়।

এদিকে তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

নির্বাচনসূচি অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশনের আশা, ছুটির দিনেও ব্যাংক খোলা থাকায় প্রার্থীরা সময়মতো প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং নির্বাচনের প্রাথমিক ধাপগুলো সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন