Tuesday, January 13, 2026

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, দাম বাড়লেও বাজারে সংকট তীব্র


ফাইল ছবিঃ এলপিজি গ্যাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সরকার নির্ধারিত দামে দেশের খুচরা বাজারে কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না। সরবরাহ ঘাটতির মধ্যেই গত রোববার (৫ জানুয়ারি) রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তবে দাম বাড়ানো হলেও বাস্তবে বাজারে এলপিজি সংকট কাটেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে কিংবা একেবারেই এলপিজি না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা। লালবাগ এলাকার এক বাসিন্দা জানান, সারাদিন খোঁজ করেও সিলিন্ডার পাননি, পরে সন্ধ্যায় ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে হয়েছে ১ হাজার ৯৫০ টাকায়। মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় একই আকারের সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ৫০ টাকায় বিক্রির তথ্যও পাওয়া গেছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহসভাপতি হুমায়ুন রশীদ জানিয়েছেন, বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে এবং পরিবহন জাহাজসংকটের কারণে সময়মতো সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। তিনি বলেন, “বেশ কিছু জাহাজ নিষেধাজ্ঞার আওতায় পড়ায় আমদানিতে চাপ তৈরি হয়েছে। তবে অপারেটররা নির্ধারিত দামেই এলপিজি ছাড়ছেন। খুচরা পর্যায়ে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম নিচ্ছে।” পরিস্থিতি স্বাভাবিক হতে ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে এলপিজির মোট মজুত স্বাভাবিক রয়েছে এবং বর্তমান সংকট মূলত বাজারে কৃত্রিমভাবে সৃষ্টি করা। লোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি মাসে প্রায় ১৩ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। গত ডিসেম্বরে বেসরকারি খাতে প্রায় ১ লাখ ২৭ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে, পাশাপাশি স্থানীয় উৎপাদনও রয়েছে। তবে এলসি জটিলতার কারণে বসুন্ধরা, বেক্সিমকো, নাভানা, অরিয়ন ও ইউনিটেক্সসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান আমদানিতে সমস্যায় পড়েছে। বর্তমানে ২৮টি অপারেটরের মধ্যে মাত্র ৮–৯টি নিয়মিত আমদানি করছে।

বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কেজিতে ৪ টাকা ৪২ পয়সা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এলপিজির দামে নতুন সমন্বয় হলেও বাজারে সংকট ও অতিরিক্ত দামের কারণে সাধারণ ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে। দ্রুত তদারকি ও সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন