Tuesday, January 13, 2026

নাসুমের ঘূর্ণিতে ভেঙে পড়ল নোয়াখালী, ৬১ রানেই অলআউট


ছবিঃ সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। মাঝের দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন স্পিনার নাসুম আহমেদ। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৪ ওভার ২ বলেই ৬১ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী।

সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেস। তবে শুরু থেকেই সিলেটের বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। চারজন ব্যাটার কোনো রান না করেই ফিরে যান সাজঘরে। অল্প সময়ের ব্যবধানে মাত্র ৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।

নোয়াখালীর হয়ে কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে ২৫ রান করেন, আর হাবিবুর রহমান সোহান করেন ১৬ বলে ১৮ রান। তাদের বাইরে কেউই দাঁড়াতে পারেননি।

সিলেট টাইটান্সের হয়ে নাসুম আহমেদ ছিলেন দুর্দান্ত। মাত্র ৪ ওভার বোলিং করে ৭ রান খরচায় ৫টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়েই দ্রুত শেষ হয়ে যায় নোয়াখালীর ইনিংস।

৬১ রানে অলআউট হয়ে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে নোয়াখালী এক্সপ্রেস। এই তালিকায় এখনো শীর্ষে রয়েছে খুলনা, যারা ২০১৬ সালে রংপুরের বিপক্ষে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছিল।

এই ম্যাচে নাসুমের পারফরম্যান্স যেমন সিলেটকে বড় সুবিধা এনে দিয়েছে, তেমনি নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতা নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে দলটির প্রস্তুতি ও পরিকল্পনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন