Tuesday, January 13, 2026

মেসির ম্যাচে প্রবেশ নিয়ে বিতর্ক, আলোচনায় আন্তোনেলা রোকুজ্জো ও সুজি কোর্তেজ


ছবিঃ লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফুটবল মাঠে লিওনেল মেসির পারফরম্যান্স যেমন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়, তেমনি মাঠের বাইরের ব্যক্তিগত জীবনও ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার আলোচনায় উঠে এসেছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর একটি সিদ্ধান্ত, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমএলএস কাপ ফাইনাল ম্যাচে প্রবেশের অনুমতি পাননি ব্রাজিলিয়ান মডেল সুজি কোর্তেজ। ওই ম্যাচেই ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। প্রতিবেদনে বলা হয়, কোর্তেজের স্টেডিয়ামে উপস্থিত থাকার আবেদনটি নাকচ হয় আন্তোনেলা রোকুজ্জোর হস্তক্ষেপে।

ব্রাজিলের ‘মিস বামবাম’ প্রতিযোগিতার বিজয়ী সুজি কোর্তেজ নিজেকে দীর্ঘদিন ধরে মেসির ভক্ত বলে দাবি করে আসছেন। অতীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে একাধিক ব্যক্তিগত ও বিতর্কিত বার্তা পাঠিয়েছিলেন বলে জানা যায়। সে সময় মেসি তাকে ইনস্টাগ্রামে ব্লকও করেছিলেন। পরবর্তীতে আনব্লক হওয়ার পর কোর্তেজের একটি আলোচিত ফটোশুট নতুন করে বিতর্ক উসকে দেয়।

প্রতিবেদন অনুযায়ী, এমএলএস কাপ ফাইনালের আগে কোর্তেজ ভিআইপি সিটে ম্যাচ দেখার আগ্রহ প্রকাশ করেন। তবে আন্তোনেলা রোকুজ্জো ব্যক্তিগতভাবে ইন্টার মায়ামির কর্তৃপক্ষকে অনুরোধ জানান, যাতে তাকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া হয়। এর ফলে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে বসে দেখা হয়নি কোর্তেজের।

ঘটনার পর স্থানীয় গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সুজি কোর্তেজ বলেন, “আমি নিজেকে অপমানিত মনে করেছি। কোনো ব্যক্তিগত বিরোধের কারণে কাউকে একটি প্রকাশ্য খেলাধুলার ইভেন্ট থেকে দূরে রাখা ঠিক নয়।” তিনি আরও জানান, ঘটনার পর তাকে আবারও মেসি ও তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করা হয়েছে।

তবে এত কিছুর পরও থেমে থাকতে নারাজ কোর্তেজ। তিনি জানিয়েছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে মেসিকে মাঠে দেখার পরিকল্পনা রয়েছে তার। এমনকি মেসির প্রতি অনুপ্রেরণা থেকে নিজের শরীরে একাধিক ট্যাটু করানোর কথাও স্বীকার করেন তিনি।

অন্যদিকে, লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর পারিবারিক জীবন বরাবরই সুশৃঙ্খল ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়ার উদাহরণ হিসেবে পরিচিত। এক সাক্ষাৎকারে আন্তোনেলা জানিয়েছেন, সাধারণ রুটিন ও পরিবারকেন্দ্রিক জীবনই তাদের সম্পর্কের মূল শক্তি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন