- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মোহাং কামরুল হাসানের দায়ের করা মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলমের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
২৪ নভেম্বর মামলার ধার্য শুনানিতে আদালতে হাজির না হওয়ায় স্পেশাল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি এই পরোয়ানা জারি করেন।
মামলার বিষয়, এসএ গ্রুপের বাজারজাতকৃত ‘গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডার’-এ দুগ্ধচর্বি এবং প্রোটিনের মান পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি ধরা পড়েছে। যেখানে দুগ্ধচর্বি ৪২ শতাংশ বা তার বেশি হওয়ার কথা, সেখানে মাত্র ৭.৫৮ শতাংশ পাওয়া গেছে। প্রোটিনের ক্ষেত্রে ৩৪ শতাংশ থাকা উচিত ছিল, কিন্তু পরীক্ষায় মাত্র ৯.৫০ শতাংশ ধরা পড়েছে।
ল্যাব রিপোর্টে দেখা গেছে, প্যাকেটজাত গুঁড়া দুধের কোনো উপাদানও নির্ধারিত মান অনুযায়ী পাওয়া যায়নি। আদালত ৩ নভেম্বর মামলাটি আমলে নিয়েছে এবং এজাহারে শাহাবুদ্দিন আলমকে এক নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ‘গোয়ালিনী ডেইলী ফুল ক্রিম মিল্ক পাউডার’ মোড়কজাত ও বাজারজাত করে আসছে।