- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের কদমতলী এলাকায় বহুতল ভবনের পঞ্চম তলায় কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানাধীন কদমতলী এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানানো সম্ভব হয়নি।”
স্থানীয়দের বক্তব্য, আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগে কেউ নিরাপদ দূরত্বে অবস্থান করবে।