Friday, December 5, 2025

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, একজন আহত


ছবি: দুর্ঘটনায় নিহত মেহেদী হাসান (২০) ও শাহাবুল হাসান (২০)। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার শেরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার (২৩ নভেম্বর) রাত শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার এলাকায় ঘটে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানিয়েছেন, নিহতরা হলেন রামেশ্বরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারির ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব বিশ্বাস (২০) গোসাইপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ৮টার দিকে শাহাবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার সঙ্গে বন্ধু মেহেদী হাসান ও উৎসব বিশ্বাস ছিলেন। রামেশ্বরপুর গ্রামের দিকে যাওয়ার সময় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে ফুলবাড়ি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেল একটি দোকানের শাটারের সঙ্গে ধাক্কা লেগে ভিতরে ঢুকে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে শাহাবুল ও মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আহত উৎসব বিশ্বাস জানিয়েছেন, তারা বন্ধু মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার মূল কারণ ছিল মোটরসাইকেল চালানোর সময় বেপরোয়া গতিবেগ। তিনজনই সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।

শেরপুর থানার এসআই আমিরুল শিকদার বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত দুই বন্ধুর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়েছে।

স্থানীয়রা উল্লেখ করেছেন, দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে তার মৃত্যুর পূর্বাভাস হিসেবে দেখলেও পরিবারের বক্তব্য, এটি ছিল তার স্বাভাবিক রসিকতা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন