Friday, December 5, 2025

ফরিদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার


ছবি: ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুল। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযান সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে হরিরহাট বাজার এলাকা থেকে পরিচালিত হয়। পরে তাকে ভাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, বুলবুল সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কে হাজার হাজার মানুষসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে অবরোধ সৃষ্টি করেছিলেন। এ সময় তিনি গাছ ফেলে পথ অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন। ঘটনার পর ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, বুলবুলকে ওই মামলা সংক্রান্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মানব পাচারের অভিযোগে লিমাস শেখ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। উভয়কেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন