- ১১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মাদ্রিদের নগর ডার্বিতে শক্তি ও আধিপত্যের প্রমাণ দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। খেলা শুরুর মাত্র দ্বিতীয় মিনিটে দূরপাল্লার নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। দ্রুত পাওয়া এই গোল রিয়ালকে আত্মবিশ্বাসী করে তোলে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আনচেলত্তির দল।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৫৫ মিনিটে বক্সের ভেতরে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। এই গোলের পর ম্যাচ কার্যত রিয়ালের নিয়ন্ত্রণে চলে আসে।
তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় অ্যাটলেটিকো। ৫৮ মিনিটে নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথ গোল করে ব্যবধান কমান। এরপর সমতায় ফেরার আশায় একের পর এক আক্রমণ চালায় দিয়েগো সিমিওনের দল। কিন্তু রিয়ালের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় সেই চেষ্টা আর সফল হয়নি।
এই ম্যাচে রিয়ালের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কুর্তোয়া। পুরো ম্যাচে অ্যাটলেটিকো ২১টি শট নিলেও তার মধ্যে মাত্র একটিই জালে প্রবেশ করতে দেয় বেলজিয়ান এই গোলকিপার। গুরুত্বপূর্ণ কয়েকটি সেভে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
এই জয়ের ফলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও এল ক্লাসিকোর মঞ্চে দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। সাম্প্রতিক সুপার কাপ ফাইনালগুলোতে বার্সেলোনা এগিয়ে থাকলেও এবার সেই হিসাব বদলাতে দৃঢ়প্রতিজ্ঞ রিয়াল। শিরোপা লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া মানেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি উত্তেজনাপূর্ণ রাত।