- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খেলাফত আন্দোলন ও যুবলীগের অন্তত ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
খেলাফত আন্দোলন থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মুফতি তরিকুল ইসলাম নুরানী, হাফেজ মাওলানা আবুল হাসান আশরাফী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মোমিন, হাফেজ মাওলানা বাকি বিল্লাহ, মুফতি শফিকুল ইসলাম রহমানী, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ মাওলানা আবু হুরায়রা, হাফেজ আল আমিন, কারী আব্দুল আলী, হাফেজ মাওলানা সফি আহমেদ, হাফেজ মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা জাকির আনসারী, হাফেজ কারী আজিজুল হক ও মুফতি কামাল। এ ছাড়াও মোজাফফরপুর ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুর রউফ বেপারী বিএনপিতে যোগদান করেন।
নবাগতদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুফতি তরিকুল ইসলাম নুরানী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে কার্যকর বলে তারা বিশ্বাস করেন। সেই বিবেচনায় তারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন নেতাকর্মীদের অন্তর্ভুক্তিতে কেন্দুয়া-আটপাড়া অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।