- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী এলাকায় (পুলিশ মোড়) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম স্থানীয় তাশেম আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত শফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করে। এ সময় শফিকুল বিষয়টি টের পেয়ে ফেললে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে পুরো এলাকায় ভীতি ও উৎকণ্ঠা বিরাজ করছে। রাতের বেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে নিহতের বাবা তাশেম আলী বলেন, তার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন এমন নির্মমভাবে তাকে হত্যা করা হলো, তা বুঝতে পারছেন না। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।