- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সংঘবদ্ধ একটি ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ঘিরে নানা অসঙ্গতি থাকায় স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন একে রহস্যজনক বলে মনে করছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের পারিবারিক খামারবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা বাড়িতে আওয়ামী লীগের লোকজন আছে বলে সন্দেহের কথা জানায়। ঘরে ঢুকে কাউকে না পেয়ে তারা অস্ত্রের খোঁজ করে। অস্ত্র না থাকার কথা জানালে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়। পরে ঘরে রাখা নগদ অর্থের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারা একটি কক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জ্বালানি ঘরের মাচায় লুকিয়ে রাখা আরও প্রায় ২ কোটি টাকা নিয়ে যায়। পালানোর সময় আতঙ্ক ছড়াতে তারা কয়েকটি বাজি ফাটায় বলেও অভিযোগ করা হয়েছে।
পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন বলেন, ঘটনার সময় তিনি পাশের এলাকায় তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত খামারবাড়িতে এসে পুরো বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফল কবির জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি হিসেবে দাবি করা হলেও এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
এদিকে খলিলনগর ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত প্রকৃত সত্য উদঘাটন করে জনমনে থাকা সন্দেহ দূর করার আহ্বান জানান।