- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী ইশতেহার ঘোষণা সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসক তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
প্রতীক বরাদ্দ প্রক্রিয়ায় খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা দলীয় প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পছন্দের প্রতীক নির্বাচন করেন। প্রতীক বরাদ্দ শেষে কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে তাদের নির্বাচনী ইশতেহারও জনসমক্ষে তুলে ধরেন।
খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে মাঠে নামার পর নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।
একইসঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও নির্বাচনী নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিতের দাবিতে প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
প্রতীক বরাদ্দের পর থেকেই খুলনার প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ব্যানার, পোস্টার ও মিছিলের মাধ্যমে নির্বাচনী মাঠ ধীরে ধীরে মুখর হয়ে উঠছে। আগামীকাল সকাল থেকে সব প্রার্থী নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।