- ১০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নবম জাতীয় পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে সরকারি পে-কমিশন। কমিশনের সর্বশেষ সভা আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই সভাতেই নতুন পে-স্কেল সংক্রান্ত সব সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল বিষয়ে পূর্ণ কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, তবে ২১ জানুয়ারির সভাকেই চূড়ান্ত ধরা হচ্ছে।
পে-কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশনের হাতে সময় খুব সীমিত। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন জমা দিতে হবে। এ কারণে কমিশন দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছে।
এদিকে নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সচিবালয়ে অনুষ্ঠিত সর্বশেষ পূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয়। এর আগে ১:৮, ১:১০ ও ১:১২—এই তিনটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছিল। দীর্ঘ পর্যালোচনার পর কমিশন ১:৮ অনুপাতেই একমত হয়েছে।
এই অনুপাত অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন যদি নির্দিষ্ট একটি অঙ্ক ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে তার আট গুণ। অর্থাৎ ২০তম গ্রেডে বেতন ১০০ টাকা হলে সর্বোচ্চ গ্রেডে তা দাঁড়াবে ৮০০ টাকা।
সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়েও কমিশনে আলোচনা চলছে। এ ক্ষেত্রে তিনটি প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাবগুলো হলো—সর্বনিম্ন বেতন ২১ হাজার টাকা, ১৭ হাজার টাকা অথবা ১৬ হাজার টাকা। এই তিনটির মধ্য থেকে যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে সর্বোচ্চ বেতন কত হতে পারে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশনের সদস্যরা জানান, মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কাঠামো কীভাবে নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেল নিয়েও সিদ্ধান্ত ঝুলে আছে।
সবকিছু মিলিয়ে আগামী ২১ জানুয়ারির সভাকেই নবম জাতীয় পে-স্কেল নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।