Sunday, January 11, 2026

চবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আসনপ্রতি লড়াই ৩৩ জনের


প্রতীকী ছবিঃ চবি লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ বছর এই ইউনিটে একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন গড়ে ৩৩ জন ভর্তিচ্ছু।

আজ পরীক্ষার দিন সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এই ইউনিটে সাধারণ আসনের সংখ্যা ৫১০টি। এবার মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী।

অন্যান্য ইউনিটের মতো ‘সি’ ইউনিটের পরীক্ষাও তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আবেদনকারীর সংখ্যা ছিল ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

ভর্তি আবেদনের ক্ষেত্রে এ বছর কিছুটা শিথিলতা আনা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭, যা গত বছর ছিল ৭ দশমিক ৫। অন্যদিকে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ধরা হয়েছে ৭ দশমিক ৫, যেখানে গত বছর এই শর্ত ছিল ৮।

চবি প্রশাসন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর বাইরে বিভিন্ন কোটায় ৫৬৮টি আসন সংরক্ষিত রয়েছে। তবে এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা রাখা হয়নি। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএ যোগ করা হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগের বছরের তুলনায় এবার মোট আসনসংখ্যা প্রায় ২০ শতাংশ কমানো হয়েছে। তবুও ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী—মোট ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন