Tuesday, January 20, 2026

নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: এক আসামি টাকাসহ গ্রেপ্তার


ছবিঃ মো. বেল্লাল খান তুহিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বেল্লাল খান তুহিন (৩৮)। সোমবার রাতে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে। হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররম এলাকায় স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বিকেল আনুমানিক ৩টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস বাসটির সামনে এসে গতিরোধ করে।

এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে নেয়। পরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাদের মারধর করা হয় এবং চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় বেল্লালের কাছ থেকে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা নগদ, একটি আইফোন-১৬, দুটি অন্যান্য মোবাইল ফোন এবং একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন