Tuesday, October 14, 2025

মুমতাহিনা করিম মীমের যুক্তরাষ্ট্রে হেনড্রিক্স কলেজে ফুল রাইড বৃত্তি অর্জন


ছবিঃ মুমতাহিনা করিম মীম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম :

চট্টগ্রামের মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের হেনড্রিক্স কলেজের মর্যাদাপূর্ণ ‘হেইজ মেমোরিয়াল স্কলারশিপ’ জিতেছেন। প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই সম্পূর্ণ খরচ বহনকারী (ফুল রাইড) বৃত্তি পান, যেখানে মুমতাহিনা একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃত্তির আওতায় চার বছরের টিউশন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য সকল খরচ বহন করবে কলেজ কর্তৃপক্ষ। মুমতাহিনা জানিয়েছেন, তার এই বৃত্তির মোট আর্থিক মূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা।

মুমতাহিনা হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্সে স্নাতক করছেন এবং ২৬ আগস্ট ক্লাস শুরু হয়েছে। তার শিক্ষাজীবন চট্টগ্রামে কাটেছে, যেখানে তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাজীবন সম্পন্ন করেছেন।

শৈশব থেকেই প্রযুক্তি ও কোডিংয়ে আগ্রহী মুমতাহিনা স্কুলে প্রোগ্রামিং ক্লাব প্রতিষ্ঠা করেছেন এবং জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছেন। করোনাকালে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এবং ঘরে ছোট্ট ‘মিনি রোবোটিকস ল্যাব’ তৈরি করেছেন।

মুমতাহিনা জানান, যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন শেষ করে তিনি দেশে ফিরে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করতে চান। তার মা ইয়াসমিন আকতার বলেন, “মুমতাহিনার আগ্রহের জায়গায় আমরা সব সময় তাকে সমর্থন দিয়েছি। সবাই তার সাফল্যের জন্য দোয়া করবেন।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন