Tuesday, October 14, 2025

রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ও বুথের বিস্তারিত ঘোষণা


প্রতীকী ছবিঃ রাকসু নির্বাচনের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | রাজশাহী :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীদের কোন কেন্দ্রে ভোট দিতে হবে, তা নির্ধারণ করে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে নয়টি অ্যাকাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে, যেখানে মোট ৯৯০টি বুথ থাকবে।

নির্বাচন কমিশনের সদস্য ও ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ভোট গণনা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সম্পন্ন হবে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সময় পুরো প্রক্রিয়ার উপর সিসিটিভি নজর থাকবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে ভোটাররা নির্দিষ্ট কক্ষে ভোট প্রদান করবেন। যেমন, মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনে মন্নুজান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন ১৫৬ নম্বর কক্ষে, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ১৫০ নম্বর কক্ষে ভোট দেবেন। অন্যান্য হলের ভোটাররা যথাক্রমে নির্দিষ্ট কক্ষ ও গেট ব্যবহার করে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশন ২৮ জুলাই তফসিল ঘোষণা করে। সংশোধিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে সোমবার থেকে এবং চলবে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন