Tuesday, October 21, 2025

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা


ছবিঃ মেহেরপুর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | মেহেরপুর:

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি অনুষদের অধীনে দুটি বিভাগের অনুমোদন দিয়েছে, তবে ভর্তি কার্যক্রম শুরু করতে শিক্ষক নিয়োগসহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই ভর্তি কার্যক্রম গুচ্ছ সিস্টেমের আওতায় পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩ পাস করা হয় এবং প্রথম উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম নিয়োগ পান। এরপর, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর ২০২২ সালের ২ ডিসেম্বর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সরকার মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ রাখে। তবে অনুমোদনের পর তিন বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয়টি মেহেরপুর সরকারি কলেজকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, "চলতি বছরই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা করছি, তবে শিক্ষক নিয়োগসহ অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর জন্য দুটি বিভাগ চালু করার পরিকল্পনা করা হয়েছে, তবে কোন দুটি বিভাগ দিয়ে যাত্রা শুরু হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তিনি জানান, এসব বিভাগ একটি অনুষদের অধীনে থাকবে এবং শিক্ষার্থী ভর্তি গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, তবে তিনি সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, "নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বিষয়ে কাজ চলছে, এবার হয়তো তাদের দুটি সাবজেক্ট থাকবে। অবশ্যই তারা গুচ্ছ সিস্টেমে আসবে।"

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় মাইলফলক, যেটি আগামী বছর থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রদান শুরু করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন