Monday, January 19, 2026

মেহেরপুর বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে চলতি শিক্ষাবর্ষে ভর্তি সম্ভাবনা


ছবিঃ মেহেরপুর ও নওগাঁ বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার

দেশে সম্প্রতি অনুমোদন পাওয়া নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে পাঠদান শুরুর অনুমতি মিলেছে। একই সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়েও ২০২৫–২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় সেখানে পাঠদান শুরু হচ্ছে না এ বছর।

চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা থাকলেও সাম্প্রতিক সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বিভাগ খোলার প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দেয়। সেই আলোকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়েছে। আইন অনুষদের অধীনে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা যাবে।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, বিভাগ চালুর আগে কারিকুলাম প্রণয়ন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন এবং প্রয়োজনীয় কমিটি গঠনের বিষয়গুলো সম্পন্ন করতে হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী জানিয়েছেন, চলতি সেশনেই ভর্তি কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ভর্তি পদ্ধতি সম্পর্কে ইউজিসির চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়েও দীর্ঘ অপেক্ষার পর শিক্ষা কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। ইউজিসির পক্ষ থেকে একটি অনুষদের অধীনে দুটি বিভাগ চালুর বিষয়ে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে। যদিও কোন বিভাগ দিয়ে যাত্রা শুরু হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটির নাম পরে পরিবর্তন করে ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। স্থায়ী ক্যাম্পাস না থাকায় বর্তমানে মেহেরপুর সরকারি কলেজকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষক ও কর্মচারী নিয়োগ এখনো সম্পন্ন না হলেও, বিভাগ অনুমোদনের মাধ্যমে চলতি শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন বলেন, ইউজিসির সঙ্গে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক থেকেই ভর্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখনো সরেজমিন পরিদর্শন ও অবকাঠামোগত মূল্যায়ন শেষ হয়নি। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাব, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শনের পরই বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান জানান, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সময়োপযোগী ও কর্মমুখী বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ বছর সম্ভব না হলেও আগামী শিক্ষাবর্ষে পাঠদান শুরুর বিষয়ে তিনি আশাবাদী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন