Monday, January 19, 2026

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ছবিঃ ভর্তি পরীক্ষার্থীরা কেন্দ্রে থেকে বের হচ্ছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রসহ দেশের বিভাগীয় শহরগুলোর পরীক্ষাকেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় অনেক অভিভাবককে কেন্দ্রে আসা শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ৩৭ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন