- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যাংকগুলো দীর্ঘদিন ধরেই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এই উদ্যোগে ভাটা পড়েছে। বর্তমানে সোনালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক (ডিবিবিএল) নিয়মিত শিক্ষাবৃত্তি দিচ্ছে। অন্যদিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের বৃত্তি কার্যক্রম স্থগিত রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, শিক্ষাখাতে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতার বাজেট থাকা সত্ত্বেও ব্যয় কম হওয়া শিক্ষার প্রতি উদাসীনতার প্রমাণ। শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকা এ সময় গুরুত্বপূর্ণ, বিশেষত যেখানে শিক্ষার সুযোগ এখনও সমানভাবে পৌঁছায়নি।