- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন, যার ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৪৫৬-এর বেশি।
প্রার্থীেরা সমাজবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন প্রশ্নপত্রে অংশ নিয়েছেন। পরীক্ষার মাধ্যমে এই প্রতিযোগিতামূলক ক্যাডারে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।