Monday, January 19, 2026

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা সম্পন্ন


ছবিঃ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের জন্য মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন, যার ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ৪৫৬-এর বেশি।

প্রার্থীেরা সমাজবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভিন্ন প্রশ্নপত্রে অংশ নিয়েছেন। পরীক্ষার মাধ্যমে এই প্রতিযোগিতামূলক ক্যাডারে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন