- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
গৌহাটির বর্ষাবরন স্টেডিয়ামে চলতি নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের খোঁজ। টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং বেছে নেয়া ম্যাচে বাংলাদেশ একাদশে স্পিনারদের ভরসা নিয়ে মাঠে নামেছে। ইনজুরির শঙ্কা কাটিয়ে পেসার মারুফা আক্তারও খেলছেন, যিনি আগের দুই ম্যাচে অসাধারণ বোলিং করে বিশ্বকে চমকে দিয়েছিলেন।
দুই ম্যাচে একটি জয় ও একটি হারের পর বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে মরিয়া। অপর দিকে, নিউজিল্যান্ড প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে প্রতিরোধ গড়তে পারেনি। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় হাতছাড়া করলেও আজ নিউজিল্যান্ডকে হারালে বড় বার্তা দেবে।
বাংলাদেশ একাদশঃ
রাবেয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বপ্না মুস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।