Tuesday, October 14, 2025

শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হারল বাংলাদেশ


ছবিঃ বাংলাদেশ ফুটবল টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

সাত গোলের রোমাঞ্চ জিতে বাংলাদেশের মাঠে থাকার স্বপ্ন শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হারের মাধ্যমে ভেস্তে গেল। বাংলাদেশ ৪-৩ গোলে হেরে গেলেও কোচ হাভিয়ের কাবরেরা পুরো দায় নিলেন দলের উপর চাপানো, দলের খেলোয়াড়দের দোষারোপ করেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, “আমি সব দায় নিচ্ছি, পুরো দলও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।” তিনি ব্যাখ্যা করেছেন, প্রথমার্ধে দলের পারফরম্যান্স ভালো ছিল, তবে শেষ মুহূর্তে গোল হজম করাটা খুব কষ্টদায়ক।

কোচ কাবরেরা শমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুলদের প্রথম একাদশে না রাখার কারণ হিসেবে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য এবং দলগত বোঝাপড়া উল্লেখ করেছেন। শেষ দিকে গোল হজমের জন্য রক্ষণভাগকে দায়ী না করে কাবরেরা বলেছেন, হংকংয়ের ফরোয়ার্ডদের শারীরিক শক্তি ও আক্রমণাত্মক খেলাই মূল পার্থক্য। হার সত্ত্বেও কাবরেরা মনে করেন, বাংলাদেশের ফুটবলের মান হংকংয়ের সঙ্গে প্রায় সমান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন