Tuesday, October 14, 2025

কুয়েটের হলের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, ক্যান্টিন বয় গ্রেপ্তার


ছবি: ডাইনিংয়ের ওয়ার্ডবয় মিরাজের কাছ থেকে উদ্ধারকৃত গাজা

PNN নিউজ ডেস্ক | ক্যম্পাস প্রতিনিধি: 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয়ের কক্ষ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (দুপুর ৩টার দিকে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে পরিচালিত অভিযানে এ মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোয়েন্দা তথ্য আসে যে, কুয়েটে মাদকের একটি বড় চালান প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে বিশেষ নজরদারিতে রাখে।

অভিযানে নেতৃত্ব দেন এসি আবুল বাশার। তার সঙ্গে ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, এসআই ইশতিয়াকসহ পুলিশের একটি দল। সিভিল ও ইউনিফর্ম পোশাকে হল ঘিরে ফেলে ডাইনিংয়ের ওয়ার্ড বয়দের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে ওয়ার্ড বয় মিরাজ হাওলাদারের ট্রাংক থেকে পলিথিনে মোড়ানো ১ কেজি ৬০০ গ্রাম (দেড় কেজির বেশি) গাঁজা উদ্ধার করা হয়।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক বলেন—

“কুয়েটের আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ডবয় মিরাজের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, এই চালানটি মাদক ব্যবসায়ীদের একটি বড় চক্রের সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন