Tuesday, October 14, 2025

সৌদিতে ইন্টারনেট ছাড়াই নুসুক অ্যাপ দিয়ে হজ ও ওমরাহ যাত্রীরা পাবে বিনামূল্যে ডিজিটাল সেবা


ফাইল ছবিঃ হজ ও ওমরাহ যাত্রীরা (সংগৃহীত)

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘নুসুক’ অ্যাপ ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুবিধা চালু করেছে। এই আধুনিক উদ্যোগ বাস্তবায়নে সৌদি টেলিকম কোম্পানি এসটিসি, মোবিলি ও জাইনের সঙ্গে যৌথভাবে কাজ করেছে মন্ত্রণালয়।

হজ ও ওমরাহ বিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানান, এই উদ্যোগের মাধ্যমে যাত্রাপথ আরও সহজ, সাশ্রয়ী এবং ডিজিটালভাবে সাবলীল হবে। ইন্টারনেট ছাড়াই যাত্রীরা আল রওদাহ আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র পেতে পারবেন, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুক করতে পারবেন, নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা পাবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ থেকে সাহায্য নিতে পারবেন।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, এই সুবিধা ভ্রমণকে নিরাপদ ও দক্ষ করে তুলবে, ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঘটনা কমাবে।

সৌদি কর্তৃপক্ষ বিশ্বজুড়ে যাত্রীদের জন্য প্রতিবন্ধকতাহীন একটি আধুনিক ডিজিটাল অবকাঠামো নির্মাণের লক্ষ্য নিয়েছে, যাতে প্রত্যেক যাত্রী নির্বিঘ্নে সকল সেবা গ্রহণ করতে পারেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন