Tuesday, January 20, 2026

কুমিল্লায় বাসে তল্লাশি: অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তি গ্রেপ্তার


ছবিঃ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওই দুজনের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার মোহাম্মদ চিশতী (৪২)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা অস্ত্রগুলো কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে সংগ্রহ করে রাজধানীর দিকে নেওয়া হচ্ছিল। নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে বহন করছিল—সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন