Tuesday, October 14, 2025

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু


ফাইল ছবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুমিল্লা :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিন বেগম রহস্যজনকভাবে তাদের নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। নিহতের ভাই জানিয়েছেন, তিনি রাত ১১টার দিকে বাসায় গিয়ে দেখেন রুমের দরজা খোলা। প্রথমে ভাবা হয় হয়তো ভুলবশত খোলা রাখা হয়েছে। কিন্তু ঘরে প্রবেশ করলে মা ও বোনের মৃতদেহ দেখতে পান। পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।

ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, মৃতদের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তবে তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

কুবির প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন