- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক | PNN
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে নিম্নাঞ্চলীয় এলাকাগুলোতে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় বন্যা বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও একটি শক্তিশালী মৌসুমি প্রবাহ দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ ঘটাতে পারে, যা আগামী দুই দিনের মধ্যে ভয়াবহ আকার নিতে পারে।
ইতিমধ্যেই চেনাব, সুতলজ ও রাভি নদীর আশপাশের এলাকাগুলোতে মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুলতান থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জালালপুর পিরওয়ালা এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, “এত মানুষের উদ্ধারের জন্য পর্যাপ্ত নৌকা নেই। হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজের চেষ্টা চলছে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বাধা তৈরি হচ্ছে।”
অবিরাম বৃষ্টিতে বহু গ্রাম ও ঘরবাড়ি তলিয়ে গেছে। শুধু তাই নয়, ফসল নষ্ট হয়ে কৃষিক্ষেত্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুলতান অঞ্চলে, যা সুতলজ ও চেনাব নদীর মাঝামাঝি, সেখানে অন্তত তিনটি বাঁধ ভেঙে গেছে। ফলে আশপাশের বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে, মানুষ প্রাণ বাঁচাতে চারদিকে ছুটছে।