Tuesday, October 14, 2025

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: গাজা যুদ্ধ সমাধানে উদ্যোগী যুক্তরাষ্ট্র


ফাইল ছবিঃ ফিলিস্তিনিরা ৫ সেপ্টেম্বর গাজা শহরে একটি বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলার সময় আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে (সংগৃহীত । ইউসুফ আল জানুন/এপি )

আন্তর্জাতিক ডেস্ক | PNN 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন গাজা সংকট নিরসনে এমন এক সমাধানের দিকে এগোচ্ছে যা সবার জন্যই ইতিবাচক হতে পারে। এর আগে তিনি ফিলিস্তিনি সংগঠন হামাসকে গাজা যুদ্ধ বন্ধে “শেষ সতর্কবার্তা” দেন।

রবিবার নিউইয়র্ক সফর শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এটি এক ভয়াবহ সমস্যা। কিন্তু আমরা সমাধান করতে চাই মধ্যপ্রাচ্যের জন্য, ইসরায়েলের জন্য, সবার জন্য। শিগগিরই আপনারা এ নিয়ে শুনবেন।” তিনি আরও জানান, বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি ও যুদ্ধের অবসানই এখন তার প্রশাসনের মূল লক্ষ্য।

এর আগে একই দিন তিনি দাবি করেন, ইসরায়েল তার প্রস্তাবিত শান্তি শর্ত মেনে নিয়েছে। হামাসকেও সেই শর্ত মানতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প। তার ভাষায়, “আমি হামাসকে জানিয়েছি—প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা, আর কোনো সুযোগ নেই।”

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “সবাই বন্দিদের ঘরে ফেরাতে চায়, সবাই যুদ্ধের ইতি টানতে চায়। ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও সময় হয়েছে।"

উল্লেখ্য, প্রায় ২৩ মাস ধরে চলমান গাজা যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করেছেন, ইসরায়েল অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত। তবে বাস্তবে ইসরায়েলি নেতারা সামরিক অভিযান জোরদারের ঘোষণা দিয়ে আসছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গণহত্যা হিসেবে বর্ণনা করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন