Monday, January 19, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৫৭ হাজার ছাড়ালো


প্রতীকী ছবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ দিনে বিভিন্ন ইউনিটে মোট ৫৭,৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ২৬,৬৭৯, ২২,৭৮৫ ও ৭,৯০১ জন।

ভর্তি পরীক্ষা কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আবেদন শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষার আসন বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা পরের দিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে এবং পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঠিকভাবে অনুসরণ করতে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন