- ১৩ অক্টোবর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে থাকা পাঁচজনের একটি দল শিক্ষার্থীকে প্রথমে ভয়ভীতি দেখায় এবং পরে তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে। এসময় তার কাছ থেকে কিছু মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তদের দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে এসময় অভিযুক্তদের বহনকারী পুলিশের গাড়ি আটকে রেখে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।