- ১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল আগামী সপ্তাহের শেষ দিকে ঘোষণা হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যে কোনো দিন অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত নির্বাচন।
গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র চূড়ান্ত হলেও এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। তবে নির্বাচন পরিচালনার জন্য ১২ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন এবং সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।
ড. মনির উদ্দিন বলেন, “আমরা বর্তমানে ভোটার তালিকা প্রস্তুত করছি, যা রোববারের মধ্যে চূড়ান্ত হবে। পাশাপাশি আচরণবিধি নিয়ে কাজ চলছে। এই দুটি বিষয় শেষ হলেই আমরা তফসিল ঘোষণা করব। আশা করছি, আগামী সপ্তাহেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।”
তবে গঠনতন্ত্রের কিছু ধারা নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের আপত্তি রয়েছে। বিশেষ করে প্রার্থীতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং দপ্তর সম্পাদকের দুটি পদ কেবল পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি সংগঠন।
চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “বয়সসীমা ও পদ সংরক্ষণের বিষয়টি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই রাখা হয়েছে। আমরা এর সংস্কারের দাবি জানিয়েছি।”
ছাত্রশিবির শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, “শতভাগ আবাসন ও দ্রুত তফসিল ঘোষণার দাবিতে আমরা রোববার অবস্থান কর্মসূচি পালন করব। চাকসু শিক্ষার্থীদের জন্য স্বীকৃত প্ল্যাটফর্ম, তাই কোনো বিলম্ব না করে নির্বাচন আয়োজন করা উচিত।”
অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান অভিযোগ করেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তারিখ ঘোষণা করলেও চবি প্রশাসন বড় দুটি সংগঠনের ইশারাতেই সিদ্ধান্ত বিলম্ব করছে।”
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, “গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করে নির্বাচন নিশ্চিত করা জরুরি।”
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আবারও এই নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছেন।