- ১৩ অক্টোবর, ২০২৫
কলম্বিয়ায় একদিনে দুটি পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। সরকার বলছে, এ হামলাগুলো ঘটিয়েছে সাবেক ফার্ক (FARC) বিদ্রোহী গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশ, যারা ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালি–তে একটি সামরিক বিমান বিদ্যালয়ের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরিত হয়। শহরের মেয়র কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ছয়জন নিহত এবং অন্তত ৭১ জন আহত হন।
এর কয়েক ঘণ্টা আগেই আন্তিয়োকিয়া প্রদেশের আমালফি এলাকায় কোকা ফসল ধ্বংসের অভিযানে অংশ নেওয়া জাতীয় পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলার শিকার হয়। এতে ১২ পুলিশ কর্মকর্তা নিহত হন।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, “আমাদের পুলিশ সদস্যদের বহন করা হেলিকপ্টারটি কোকা চাষ ধ্বংসের অভিযানে গিয়েছিল। সেই সময় ড্রোন হামলার মাধ্যমে এটি ভূপাতিত করা হয়।”
স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, কোকা চাষের আকাশসীমায় উড়ার সময় হেলিকপ্টারটি ড্রোন দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, ড্রোন হামলার ফলে হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং তা বিধ্বস্ত হয়।
প্রথমে প্রেসিডেন্ট পেত্রো হামলার জন্য কুখ্যাত মাদকচক্র গাল্ফ ক্ল্যান–কে দায়ী করেছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি জানান, কালি–র গাড়ি বোমা হামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন একজন সাবেক ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী সংগঠন Estado Mayor Central (EMC)–এর সদস্য এবং সে মাদক ব্যবসায়ীদের অধীনে কাজ করছিল।
উল্লেখ্য, সাবেক ফার্ক বিদ্রোহীদের একটি অংশ শান্তি চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে এখনও কলম্বিয়ার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তাদের পাশাপাশি গাল্ফ ক্ল্যান মাদকচক্রও আন্তিয়োকিয়া অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।