Tuesday, October 14, 2025

শান্তি চুক্তিতে চীনকে নিরাপত্তা নিশ্চয়তাকারী হিসেবে প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি


ছবিঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (সংগৃহীত । আল জাজিরা)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো শান্তি চুক্তিতে চীন নিরাপত্তা নিশ্চয়তাকারী দেশের তালিকায় থাকবে না।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের মধ্যে ইউক্রেনে যুদ্ধ-পরবর্তী শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এর পরই বৃহস্পতিবার (২১ আগস্ট) কিয়েভভিত্তিক দ্য কিয়েভ পোস্ট–কে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন,
“চীন কেন নিরাপত্তা নিশ্চয়তায় নেই? প্রথমত, যুদ্ধ শুরুর সময় চীন আমাদের সাহায্য করেনি। দ্বিতীয়ত, তারা রাশিয়াকে ড্রোন বাজার খুলে দিয়ে সহায়তা করেছে।”

যদিও বেইজিং সব সময় যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে, তবুও রাশিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা পশ্চিমা দেশগুলোর কাছে নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

জেলেনস্কি জানান, রাশিয়া ভবিষ্যতে আবার আক্রমণ চালাতে না পারে, সে জন্য শক্তিশালী আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তাকারী প্রয়োজন। তবে এ নিশ্চয়তা শুধুমাত্র সেই দেশগুলো থেকেই আসবে যারা ২০২২ সালের আক্রমণের পর থেকে কিয়েভকে সমর্থন দিয়ে আসছে।

এর আগে এপ্রিল মাসে জেলেনস্কি প্রথমবারের মতো চীনকে রাশিয়াকে অস্ত্র সরবরাহ ও যৌথ অস্ত্র উৎপাদনে সহযোগিতার সরাসরি অভিযোগ তোলেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জেলেনস্কির অভিযোগকে “ভিত্তিহীন” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রও আগে থেকেই অভিযোগ করে আসছে যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ট্যাংক, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহে চীন ভূমিকা রাখছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন