Tuesday, October 14, 2025

ভারতের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ট্রাম্পের কড়া অবস্থান


ছবিঃ সংগৃহীত

ভারতের ওপর রাশিয়া থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাতে সাহায্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপিত দেশের তালিকায় উঠে এসেছে।

শীতল যুদ্ধের সময় থেকে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক গভীর। রাশিয়া ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী হলেও সাম্প্রতিক সময়ে দেশটির জ্বালানি আমদানিই যুক্তরাষ্ট্রের বিশেষ নজর কাড়ছে। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেলের আমদানি হঠাৎ বেড়ে যাওয়া ট্রাম্প প্রশাসনের ক্ষোভের কারণ হয়েছে।

গত ৩০ জুলাই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “চীন ও ভারতের মতো দেশগুলো এখন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। অথচ সারা বিশ্ব চাইছে রাশিয়া যেন ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করে। এভাবে চলা একেবারেই অগ্রহণযোগ্য।”

অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ১৯ আগস্ট সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতের কিছু প্রভাবশালী ধনী পরিবার রাশিয়া থেকে তেল আমদানির সবচেয়ে বড় সুবিধাভোগী।

রাশিয়ান তেলের সবচেয়ে বড় আমদানিকারক হিসেবে উঠে এসেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল), যার নেতৃত্বে আছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি। ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Research on Energy and Clean Air (CREA) জানিয়েছে, ২০২১ সালে আরআইএলের জামনগর রিফাইনারির মোট অপরিশোধিত তেল আমদানির মাত্র ৩ শতাংশ ছিল রাশিয়া থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২৫ সালে এ হার বেড়ে গড়ে ৫০ শতাংশে পৌঁছেছে।

চলতি বছরের (২০২৫) প্রথম সাত মাসেই জামনগর রিফাইনারি রাশিয়া থেকে ১ কোটি ৮৩ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি এবং এর বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮৭০ কোটি ডলার। CREA-এর তথ্যমতে, এ সংখ্যা ২০২৪ সালের মোট আমদানির মাত্র ১২ শতাংশ কম।

বিশ্লেষক বৈভব রঘুনন্দন বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া রাশিয়ার তেলের দামের সীমা নির্ধারণই ভারতের মতো দেশের জন্য এ আমদানিকে আরও আকর্ষণীয় করেছে। যদিও এই সীমা মূলত রাশিয়ার রাজস্ব কমানোর জন্যই নির্ধারণ করা হয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন