Tuesday, October 14, 2025

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু


ছবিঃসড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চৌয়ারাবাজার স্টেশন থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চার যাত্রী নিহত হন। নিহত সবাই একই পরিবারের সদস্য।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ফায়ার সার্ভিস বলেছে, মরদেহগুলো স্থানীয় থানার মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন