- ১৪ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কুমিল্লা :
কুমিল্লা শহরের দুর্গাপুর এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মাকে হত্যার মূলহোতা মোবারক হোসেনকে পুলিশ আটক করেছে। নিহতদের পরিবারে আগে থেকেই যাতায়াত ছিল ওই কবিরাজের।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লা রেলস্টেশন থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত পানি পড়া বোতল, জামা-কাপড়, চুরি হওয়া চারটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, মোবারক হত্যার আগে প্রায় তিন ঘণ্টা ধরে নিহত সুমাইয়া এবং তার মাকে পানি পড়া ও ঝাড়ফুঁক দিয়ে অজ্ঞান করেছিলেন। এরপর তার মাকে শ্বাসরোধ করে এবং সুমাইয়ার গলা চেপে হত্যা করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঠিক কারণ এখনো তদন্তাধীন, এবং পরিবারের কেউ এই হত্যায় জড়িত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বিকালের মধ্যে বিস্তারিত তথ্য নিয়ে প্রেস রিলিজ জারি করবে।