Tuesday, October 14, 2025

ঢাবি ডাকসু ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু


ছবিঃ সংগ্রহের সময় চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল ভোট কেন্দ্রের ভিতরে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সোহেল রানা জানান, লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তরিকুল। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুরে। তিনি দুই কন্যার জনক এবং বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদনের পর সঠিক কারণ জানা যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন