- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রমে ৯টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। এবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) কৃষি গুচ্ছের পরীক্ষা প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে।
কৃষি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য নিশ্চিত করে বলেন, “আগামী ১৪ নভেম্বর ভর্তি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। এদিনই ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হবে। আগের বছরের মতো এবারও ৯টি বিশ্ববিদ্যালয়ই গুচ্ছভুক্ত থাকবে।”
প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রথমে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। পরে তারা গুচ্ছভুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগের বছরের মতোই বাকৃবির ভর্তি পরীক্ষা কৃষি গুচ্ছের আওতায় অনুষ্ঠিত হবে।
বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ড. মো. হেলাল উদ্দীন জানিয়েছেন, “গুচ্ছ পরীক্ষা আগের বছরের মতোই অনুষ্ঠিত হবে। বাকৃবি উপাচার্য আগে জানিয়েছিলেন, পাঁচ বছর টানা গুচ্ছ পরীক্ষা হবে তাহলে আমরা গুচ্ছভুক্ত থাকব, অন্যথায় স্বতন্ত্র পরীক্ষা নেব।”
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
এই বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি ও প্রস্তুতির বিষয়গুলো চূড়ান্ত করা হবে, যা আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে।