Friday, December 5, 2025

কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি


ছবিঃ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

ভর্তিচ্ছুরা আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং ফি প্রদানের জন্য নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) ব্যবহার করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, নির্দেশিকা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়সমূহও উক্ত ওয়েবসাইটে প্রকাশিত আছে। যেকোনো সমস্যার ক্ষেত্রে support@acas.edu.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

এবারের ভর্তি পরীক্ষার জন্য মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনের বিবরণ নিম্নরূপ:

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১০০৬টি আসন

  2. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়: ৫১০টি আসন

  3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫টি আসন

  4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৫২টি আসন

  5. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৭৫টি আসন

  6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩১টি আসন

  7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি আসন

  8. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯০টি আসন

  9. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮২টি আসন

সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভিন্ন প্রার্থীর জন্য এবারের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বরাদ্দ সহ আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন