Friday, December 5, 2025

বিএনপির বড় সিদ্ধান্ত: খুলনাসহ ১১ জেলার ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


ছবিঃ বিএনপির লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খুলনার কয়রা, পাইকগাছা সহ দেশের বিভিন্ন জেলার মোট ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। গতকাল রোববার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল রয়েছেন।

গত বছরের ১৯ সেপ্টেম্বর শৃঙ্খলাভঙ্গ, সহিংসতা ও দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নুরুল আমিন বাবুলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ১০ আগস্ট পাইকগাছার সাধারণ সম্পাদক এস এম এনামুলকে দলীয় সিদ্ধান্তের বাইরে কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর উভয় নেতার অনুসারীরা কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু খুলনা নয়, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জের আরও ১৮ নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল জব্বার, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা নারীবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার (বকুল), পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল এবং সাবেক সদস্য সাহাব উদ্দিন সাহেদ।

এছাড়া ফরিদপুর, টাঙ্গাইল, রৌমারী, হাতীবান্ধা, বোদা, হোমনা ও গোমস্তাপুরের আরও কয়েকজন নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালে ইব্রাহিমের গত বছরের ২২ মার্চ দেওয়া স্বেচ্ছায় পদত্যাগপত্রও পর্যালোচনার পর বাতিল করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন