Tuesday, October 14, 2025

কক্সবাজারের হিমছড়ি সৈকতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরও দুজন নিখোঁজ


ছবিঃ কে এম সাদমান রহমান (সংগৃহীত । খবরের কাগজ)

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি পয়েন্ট থেকে সাদমান রহমান (১৯) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসিফ আহমেদ এবং অরিত্র হাসান নামের আরও দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।

মারা যাওয়া শিক্ষার্থী কে এম সাদমান রহমান ঢাকার মিরপুরের কে এম আনিছুর রহমানের ছেলে। নিখোঁজ আসিফ আহমেদ এবং অরিত্র হাসান উভয়ের বাড়ি বগুড়ায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের আবাসিক শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের চার শিক্ষার্থী নিজেদের উদ্যোগে কক্সবাজার ঘুরতে যান। তাদের মধ্যে একজনের মরদেহ স্থানীয় জেলেরা উদ্ধার করেছে এবং বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কক্সবাজার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নামার পর স্রোতের টানে তিনজন তলিয়ে যান। একজনের মরদেহ ভেসে উঠলেও অন্য দুজন এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা সৈকতে অবস্থান করছেন এবং নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন