- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখায় লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। বিকেলেই ব্যাংক বন্ধ হয়ে যায়, আর রাতে কোনো পাহারাদার ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী মূল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, লকার থেকে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার সময়সীমা ও পদ্ধতি বিবেচনায় ব্যাংকের নিরাপত্তার ঘাটতি ছিল বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার রাতে কোনো প্রহরী দায়িত্বে না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়।
তিনি আরও জানান, ব্যাংক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।