Tuesday, October 14, 2025

খুলনার ইডিসিএলে চাকরিচ্যুত কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ


ছবিঃ খুলনার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা :

খুলনার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ৮১ জন স্থায়ী কর্মচারী চাকরিচ্যুত হওয়ার পর চাকরি ফিরে পেয়েছেন মাত্র ১০ জন। বাকি প্রায় সাড়ে ৮শ কর্মী চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন। প্রতিষ্ঠানটির দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেন, ইডিসিএল এখন ‘মগের মুল্লুক’-এ পরিণত হয়েছে।

খুলনা প্ল্যান্টে অতিরিক্ত জনবল ছাঁটাইয়ের আড়ালে ৮১ জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা দাবি করেছেন, ডিজিএম সুভাষচন্দ্র বর্মন ও নওশাদ জামানের যোগসাজশে ‘লাস্ট ইন, ফার্স্ট আউট’ নিয়ম না মেনে যোগ্যদের বরখাস্ত করা হয়েছে। তাদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই চাকরি কেটে নেওয়া হয়েছে।

নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বচ্ছতাকেও প্রশ্ন তোলা হয়েছে। চাকরিচ্যুত নারীরা বলেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অবস্থায় তারা বিভিন্ন অসুবিধার মুখোমুখি। একজন নারী জানান, চাকরি ফিরে পেতে তাকে ঢাকায় আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়েছে।

ডিজিএম সুভাষচন্দ্র বর্মনের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠলেও তিনি বক্তব্য দিতে আগ্রহ দেখাননি। খুলনা নাগরিক সমাজের এক প্রতিনিধি বলেন, “মগের মুল্লুক কায়েম হয়েছে অপরাজনীতি ও অবৈধ সিন্ডিকেটের কারণে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সরকার পরিবর্তনের সাথে সাথে নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে।”

চাকরিচ্যুত কর্মীরা দ্রুত ন্যায্যতা এবং স্বচ্ছতা প্রত্যাশা করছেন, আর সমাজের বিশাল অংশ এই পরিস্থিতি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পর্যবেক্ষণ করছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন