- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
জাতীয় ফুটবল দলের অনুশীলন পূর্ণতা পেল। সোমবার জাতীয় স্টেডিয়ামে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে পুরো দল অনুশীলন করে। তবে অনুশীলনের মধ্যে নজর কাড়ে দেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীর উপস্থিতি নিয়ে জল্পনা।
৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুইটি প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলতে থাকা হামজা চৌধুরী এই উইন্ডোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
কোচ হাভিয়ের কাবরেরা অনুশীলন শুরুর আগে বলেন, “হামজার আসা ম্যানেজম্যান্টের বিষয়। দল নেপাল সফরের জন্য প্রস্তুত। হামজা না আসলেও সমস্যা হবে না।”
তবে দলের অধিনায়ক তপু বর্মণ জানান, “আমাদের অনেক খেলা শুরু হয় হামজার মাধ্যমে। ব্যস্ত সূচির পরও সে আসার চেষ্টা করছে। যদি না আসে আমাদের কিছুটা সমস্যা হবে, তবে মানিয়ে নেব।”
ম্যানেজার আমের খানও জানিয়েছেন, হামজার সঙ্গে বিষয়টি নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি দেখছেন।
বাংলাদেশের পরবর্তী বড় লক্ষ্য ৯ অক্টোবর শুরু হওয়া এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্যই নেপালে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। তপু বর্মণ মনে করেন, “নেপাল ও হংকংয়ের খেলার ধরনে মিল আছে। দুই দলই লো ডিফেন্স ব্লক ব্যবহার করে। নেপাল ম্যাচ হংকং প্রস্তুতির জন্য সহায়ক হবে।”
প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। দলের সমন্বয় ও প্রস্তুতির জন্য পাঁচ দিন যথেষ্ট মনে করছেন অধিনায়ক। তবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন নেপালের উচ্চতা ও স্টেডিয়ামের বিষয়ে।
নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি না দিলেও প্রীতি ম্যাচ আয়োজনের কোনো বাধা নেই। তাই ৬ ও ৯ সেপ্টেম্বরের ম্যাচ দুটিই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।